সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে বিপুল পরিমাণ অবৈধ স্বর্ণসহ নিষিদ্ধ পণ্য নিয়ে এফ এস জিয়াউল নামে বিমানের এক কেবিন ক্রুকে আটক করেছে দেশটির পুলিশ। গত রবিবার রাত ১টায় জেদ্দা-ঢাকা বিজি ১৩৬ নম্বর ফ্লাইট ছাড়ার আগ মুহূর্তে এ ঘটনা ঘটে।
পরে গতকাল মঙ্গলবার ঢাকায় এলে বিমানের নিরাপত্তাকর্মীরা তাকে আটক করে বিমানবন্দর থানা পুলিশের কাছে সোপর্দ করে।
সূত্রে জানা যায়, যাত্রীসেবার নামে স্বর্ণসহ বিভিন্ন চোরাচালানে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে এক শ্রেণির বিমানকর্মীর বিরুদ্ধে। প্রায়ই অবৈধ স্বর্ণসহ বিদেশে নিরাপত্তা কর্মীদের হাতে আটক হন বিমানের অসাধু কর্মীরা। এতে বিদেশে ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে জাতীয় পতাকবাহী বিমানের।
বিমানের এক কর্মকর্তা জানান, রবিবার রাতে জেদ্দা বিমানবন্দরে নিরাপত্তা গেট দিয়ে প্রবেশ করার সময় কেবিন ক্রু জিয়াউলের লাগেজে স্বর্ণসহ অবৈধ পণ্যের উপস্থিতি ধরা পড়ে। তাকে আটক করে জেদ্দার পুলিশ। পরিস্থিতি বেগতিক দেখে ওই কেবিন ক্রুকে রেখে ফ্লাইট নিয়ে ঢাকায় চলে আসেন বিমানের কর্তব্যরত পাইলট।
এর আগে জেদ্দা বিমানবন্দরে অবৈধ স্বর্ণ ও মুদ্রাসহ পুলিশের হাতে আটক হয়ে চাকরি খুইয়েছেন কেবিন ক্রু রুহুল আমিন শুভ। শিডিউলিং শাখার কতিপয় অসৎ কর্মকর্তা ও কর্মচারীর সহযোগিতায় বিমানের কিছু ক্রু মাদক, স্বর্ণ এবং মুদ্রা পাচারে সহায়তা করে আসছে বলে জানা গেছে। তাদের সহযোগীতায় জিয়াউল দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের গন্তব্যগুলোয় কাজের সুযোগ পাচ্ছিলেন।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক মিয়া বলেন, গতকাল সন্ধ্যার দিকে আমাদের থানায় বিমানের কেবিন ক্রু জিয়াউলকে সোপর্দ করা হয়েছে। আমরা প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করেছি।
বিডি প্রতিদিন/হিমেল