রাজধানীর গ্রিন রোডের সেন্ট্রাল হসপিটালে চিকিৎসায় অবহেলার সম্মুখীন হয়ে প্রসূতি মায়ের মৃত্যুর ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সোমবার ঢাকা মেডিকেল কলেজ এক অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের প্রশ্নের জবাবে তদন্ত কমিটি গঠনের কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মাহবুবা রহমান আঁখির মৃত্যুর ঘটনায় সাত সদস্যের টিম গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের খুব দ্রুত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। সেন্ট্রাল হাসপাতালের আইসিইউ চালুর ব্যাপারে জানে না স্বাস্থ্য অধিদপ্তর, যদি তারা চালু করে থাকে তাহলে অন্যায় করেছে।’
উল্লেখ্য, রাজধানীর গ্রিন রোডে সেন্ট্রাল হসপিটালে ভুল চিকিৎসা ও কর্তৃপক্ষের প্রতারণায় নবজাতকের মৃত্যুর পর মা মাহবুবা রহমান আঁখিও মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল বেলা পৌনে ২টার দিকে ল্যাবএইড হাসাপাতালে তিনি মারা যান।
এর আগে, গত ৯ জুন রাত ১২টা ৫০ মিনিটে প্রসব ব্যথা ওঠায় আঁখিকে সেন্ট্রাল হসপিটালে অধ্যাপক ডা. সংযুক্তা সাহার অধীনে ভর্তি করানো হয়। পরে ১৪ জুন সেন্ট্রাল হসপিটালে ভুল চিকিৎসা ও কর্তৃপক্ষের প্রতারণার অভিযোগ তোলেন তার স্বামী ইয়াকুব আলী সুমন।
বিডি-প্রতিদিন/শফিক