গাজীপুরের কালিয়াকৈর বাস টার্মিনালে নির্বাচনের দাবিতে মঙ্গলবার সকালে মানববন্ধন করেছে সড়ক পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা।
কালিয়াকৈর বাস টার্মিনালে গাজীপুর জেলা সড়ক পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়নের দীর্ঘ ২২ বছর যাবৎ নির্বাচন না হওয়ায় ঝিমিয়ে পড়েছে সংগঠনটি। নির্বাচনের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন বক্তব্য রাখেন, গাজীপুর জেলা বাস মালিক সমিতির সাবেক যুগ্ম সম্পাদক মেছের আলী, গাজীপুর জেলা পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়নের সদস্য সাজু আহমেদ, আলম হোসেন, খায়রুল ইসলাম বাবু, কামাল হোসেন, লিটন হোসেন, আদম আলী, দেলোয়ার হোসেন ও সেলিম হোসেন প্রমুখ।
গাজীপুর জেলার বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আকবর আলী জানান, আমাদের কমিটির এখনো মেয়াদ শেষ হয়নি। মেয়াদ শেষ হলে আমরা নির্বাচন দেব।
বিডি প্রতিদিন/এমআই