বরিশালে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে নগরীর সিএন্ডবি রোডে বেসরকারি উন্নয়ন সংস্থা সেইন্ট বাংলাদেশের হলরুমে এই আলোচনা সভার আয়োজন করে সেইন্ট বাংলাদেশ ও গণস্বাক্ষরতা অভিযান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনদীপ ঘড়াই। সভায় শিক্ষা বিষয়ক ধারনাপত্র উপস্থাপন করেন সেইন্ট বাংলাদেশের উপ-পরিচালক আহসান মুরাদ চৌধুরী।
সেইন্ট বাংলাদেশের পরিচালক মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহাবুবুর রহমান মধু, সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি প্রফেসর শাহ সাজেদা ও জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্তী।
সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ