রংপুরে ভিজিএফের চাল সন্দেহে বাড়িতে মজুদ রাখা ১৮ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের বিদিতর চৌকিদারপাড়ার মোকসেদ আলীর (৬০) বাড়ি থেকে চালগুলো উদ্ধার করা হয়।
এ ঘটনায় মোকসেদ আলীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্না। তিনি বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
জানা গেছে, মঙ্গলবার গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নে ঈদুল আজহা উপলক্ষে বিনামূল্যে অসচ্ছল পরিবারে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য মার্জিয়া আক্তার ময়নার কাছে থাকা ১০০ কার্ড তিনি বিতরণ না করে নিজস্ব লোকজন দিয়ে চাল তুলে তার বাবা মোকসেদ আলীর বাড়িতে পাঠিয়ে দেন।
গোপন সংবাদের ভিত্তিতে রাতেই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা মোকসেদের বাড়িতে অভিযান পরিচালনা করে প্রতি বস্তায় ২৫ কেজি করে ১৮ বস্তা চাল উদ্ধার করেন।
ইউএনও নাহিদ তামান্না বলেন, চালগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। ভিজিএফের চাল নিশ্চিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এমআই