রাজশাহী সিটি করপোরেশ নির্বাচনের ১৫৫টি কেন্দ্রের মধ্যে ১১৯ কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে।
এই কেন্দ্রগুলোতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন পেয়েছেন ১১৯৭৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম স্বপন (লাঙ্গল) পেয়েছেন ৭৫১২ ভোট।
বুধবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এ তথ্য পাওয়া গেছে।
রাসিক নির্বাচনে এবার মেয়র পদে ৪ জন, সাধারণ ৩০টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ১১১ জন ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রাজশাহী মহানগরীর ৩০টি ওয়ার্ডে মোট স্থায়ী ভোটকেন্দ্রের সংখ্যা ১৫৫টি এবং অস্থায়ী ভোটকেন্দ্র থাকছে ৩টি।