রাজধানীর হাজারীবাগের ট্যানারি মোড়ে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে দুই কিশোর আহত হয়েছে। ঘটনার পর চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। বৃহস্পতিবার বিকালে এই ঘটনা ঘটে।
আহতরা হলো, ইয়াফিজ মারাফত (১৪) ও সাব্বির মোল্লা (১৫)।
ইয়াফিজ স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণিরর শিক্ষার্থী এবং সাব্বির একটি জুতার কারখানার শ্রমিক। তাদের বাড়ি একই এলাকায়।
আহতদের বন্ধু দীন ইসলাম জানান, তারা আজিমপুর কলোনির মাঠে খেলাধুলা শেষে লেগুনায় চড়ে হাজারীবাগের রায়ের বাজার নিমতলায় বাসায় ফিরছিল। এ সময় লেগুনার ভেতরেই কয়েকজনের সঙ্গে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে তারা ফোন করে আরো কয়েকজনকে খবর দেয়। টেনানি মোড় পৌঁছনো মাত্র তামজিদ গ্রুপের সিহাব, শিশিরসহ ১০-১২ জন সাব্বিরের বুক ও ইয়াফিজের শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করে। এতে তাদের হাত ও বুকে জখম হয়।
ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আহত দুজন ঢামেকে চিকিৎসাধীন রয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত