রাজধানীর ফার্মগেট এলাকায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল মনিরুজ্জামান তালুকদার হত্যায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাজধানীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবি তেজগাঁও বিভাগ।
রবিবার সকালে ডিসি ডিবি তেজগাঁও মো. গোলাম সবুর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মনিরুজ্জামানকে হত্যার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে একজন হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।শনিবার ভোরে ফার্মগেটে ছুরিকাঘাতে মারা যান কনস্টেবল মনিরুজ্জামান। গ্রামের বাড়ি শেরপুরে ঈদের ছুটি কাটিয়ে ওইদিন সকালে ঢাকায় ফিরেন তিনি। ট্রেনে করে ঢাকায় এসে তেজগাঁও রেলস্টেশনে নেমে পায়ে হেঁটে কর্মস্থলে ফিরছিলেন। পথে তিনি ছুরিকাঘাতের শিকার হন।
বিডি প্রতিদিন/এএ