১৭ জুলাই, ২০২৩ ১১:০৮

ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

অনলাইন ডেস্ক

ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতীকী ছবি

ইয়াবা নিতে এসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের হাতে গ্রেফতার হয়েছেন তিন মাদক চোরাকারবারি। তাদের মধ্যে শ্বশুর-জামাই রয়েছেন। গতকাল ঢাকা মহানগরীর মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১০ হাজার পিস ইয়াবা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, ঢাকা মেট্রোঃ দক্ষিণ সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন আব্দুল কুদ্দুস (৩২), নিজাম উদ্দিন (২১) ও কাশেম শেখ (৬৬)।

সুব্রত সরকার গণমাধ্যমে জানান, গ্রেফতার আব্দুল কুদ্দুস একজন পেশাদার মাদক চোরাকারবারি। চট্টগ্রামের মাদক কারবারি ইব্রাহিমের থেকে ইয়াবা নিয়ে ঢাকা উদ্যান এলাকার রিপনের কাছে বিক্রির জন্য এসেছিলেন তিনি। রিপন মীর রেডিমিক্স কংক্রিটের একজন গাড়িচালক। এসব ইয়াবা সংগ্রহের জন্য তিনি গাড়ির হেলপার নিজাম এবং শ্বশুর কাশেম শেখকে পাঠান। নিজাম খুচরা মাদক কারবারি। কাশেম শেখ জামাইয়ের প্রলোভনে পড়ে ইয়াবা কারবারে জড়িত হয়।

অভিযানের সময় তল্লাশি করে আব্দুল কুদ্দুসের কাছ থেকে ৯ হাজার পিস, নিজাম উদ্দিনের কাছ থেকে ছয়শ পিস এবং কাশেম শেখের কাছ থেকে চারশ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মতিঝিল সার্কেলের পরিদর্শক মিজানুর রহমান। তাদের কাছ থেকে তিনটি মোবাইল জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা হয়েছে।

বিডি প্রতিদিন/এএ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর