সরকার পদত্যাগের এক দফা দাবিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির পদযাত্রায় হাজারো জনতা অংশ নিয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর মোড় থেকে সানারপাড় মোড় এবং ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি বাসস্ট্যান্ড থেকে সাইনবোর্ড মোড় পর্যন্ত আলাদা দুটি পদযাত্রা অনুষ্ঠিত হয়।
জালকুড়ি থেকে শুরু হওয়া পদযাত্রায় নেতৃত্ব দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ।
অপর দিকে কাঁচপুর থেকে শুরু হওয়া পদযাত্রায় নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন। এসময় ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড, জাতীয় ও দলীয় পতাকায় সজ্জিত এই পদযাত্রায় ব্যাপক নেতাকর্মী অংশগ্রহণ করতে দেখা যায়।
বিডি প্রতিদিন/হিমেল