চিকিৎসা ও ভ্রমণে ভারতীয় ভিসা পেতে প্রতিদিন গড়ে দুই হাজারের বেশি মানুষ আবেদন করেন রাজশাহী আইভ্যাক সেন্টারে। তবে যারা ক্যান্সার চিকিৎসায় ভারতে যেতে চান, তাদের মাত্র তিন দিনে ভিসা দেওয়ার উদ্যোগ নিয়েছে রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশন। মানবিক বিবেচনায় এমন উদ্যোগে নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশন।
রাজশাহীস্থ ভারতীয় ভিসা সেন্টারের ইনচার্জ বিপ্লব কুমার জানান, বর্তমানে ভ্রমণ ভিসার জন্য প্রচণ্ড ভিড়। এ কারণে ভ্রমণ ভিসা পেতে কিছুটা সময় লাগছে। তবে প্রয়োজনীয় কাগজপত্র ঠিক থাকলে মানবিক বিবেচনায় এবং রোগীদের জরুরি চিকিৎসার প্রয়োজনে ক্যান্সার আক্রান্তদের তিন দিনের মধ্যে ভিসা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আগামীতে ১৫ দিনের মধ্যে ভ্রমণ ভিসা দেওয়ার চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/হিমেল