বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন অবস্থায় আরও একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত তিন মাসে এই হাসপাতালে ৬ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।
এদিকে, হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ কিছুটা কমলেও সবশেষ শুক্রবারের রিপোর্ট অনুযায়ী গতকাল বৃহস্পতিবার চিকিৎসাধীন ছিলেন ২০৭ জন রোগী।
হাসপাতাল সূত্রে জানা যায়, বরগুনার পাথরঘাটার পারুল বেগম (৬০) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৫ জুলাই শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। গতকাল বৃহস্পতিবার (২৭ জুলাই) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে গত তিন মাসে এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
এদিকে, রোগীর চাপ কিছুটা কমলেও সবশেষ রিপোর্ট অনুযায়ী গতকাল বৃহস্পতিবার এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ২০৭ জন ডেঙ্গু রোগী। এর আগে গত বুধবার চিকিৎসাধীন ছিলেন ১৯০ জন, মঙ্গলবার ২০১ জন এবং গত সোমবার চিকিৎসাধীন ছিলেন মৌসুমের সর্বাধিক ২২১ জন রোগী।
বিডি-প্রতিদিন/বাজিত