কেয়ারটেকার সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামী।
শুক্রবার নগরীর কান্দিরপাড় থেকে বিক্ষোভ মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মনোহরপুর এসে সমাবেশের মাধ্যমে শেষ করে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ। বক্তব্য রাখেন কুমিল্লা মহানগরী জামায়াতের নায়েবে আমীর মোহাম্মদ মোছলেহ উদ্দিন, নগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, সহকারী সেক্রেটারি কাউন্সিলর মোশারফ হোসাইন, কামারুজ্জামান সোহেল, মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাড. এয়াকুব আলী চৌধুরী, মোহাম্মদ হোসাইন ও কাজী নজীর আহম্মেদ প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল