নারায়ণগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বিএনপি ও যুবলীগের কর্মসূচীকে ঘিরে একেবারে ফাঁকা দেখা গেছে মহাসড়কটি।
তবে দুই দলের কর্মসূচীকে ঘিরে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে পুলিশ। সকাল থেকে মহাসড়কের সাইনবোর্ড ও শিমরাইল মুক্তি সরণীতে পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।
শনিবার সকাল থেকে মহাসড়কের সাইনবোর্ড থেকে কাঁচপুর পর্যন্ত ঘুরে এ দৃশ্য দেখা গেছে।
এর আগে রাতে শনিবার সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিএনপির পক্ষ থেকে মহাসড়কের ঢাকার প্রবেশ পথে অবস্থান কর্মসূচী ঘোষণা করা হয়। যুবলীগ সাইনবোর্ড ও বিএনপি চিটাগাং রোডের মুক্তি সরণীতে অবস্থান নেয়ার ঘোষণা দিয়েছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আমীর খসরু জানান, জনগণের জানমালের নিরাপত্তায় পুলিশ সতর্ক রয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন