বরিশালে কৃষি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন কৃষি মন্ত্রণালয়ের (পিপিসি অনুবিভাগ) অতিরিক্ত সচিব মো. রুহুল আমিন তালুকদার। শনিবার সকালে নগরীর খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পিরোজপুরের উপ-পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত সচিব মো. রুহুল আমিন তালুকদার।
বক্তব্য রাখেন ঝালকাঠী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুল ইসলাম, ভোলার উপপরিচালক মো. হাসান ওয়ারিসুল কবীর, বরিশালের উপপরিচালক মো. মুরাদুল হাসান, পটুয়াখালীর উপপরিচালক মো. নজরুল ইসলাম, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শিরিন আক্তার জাহান, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম কিবরিয়া, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী চঞ্চল কুমার মিস্ত্রী, বরগুনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক এসএম বদরুল আলম ও কৃষি বিপণন অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. মাহাবুব আলম প্রমুখ। সভায় কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ২০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি বলেন, দিন দিন মানুষ বাড়ছে। কমছে জমির পরিমাণ। এদিকে খাদ্যের চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এর যোগানের মূল কারিগরের ভূমিকায় আছেন কৃষিবিজ্ঞানী এবং সম্প্রসারণবিদ। কৃষিবিজ্ঞানী এবং সম্প্রসারণবিদরাই কৃষির অগ্রগতির ধারক এবং বাহক।
বিডি প্রতিদিন/এমআই