গত ২৮ জুলাই ঢাকার গুলিস্তানে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে মাদ্রাসা ছাত্র হাফেজ রেজাউল করীম নিহতের প্রতিবাদে এবং অভিযুক্তদের বিচারের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী ছাত্র আন্দোলন। সংগঠনের বরিশাল মহানগর শাখার উদ্যোগে শুক্রবার বাদ জুমা নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি সদর রোড, ফজলুল হক এভিনিউ এবং হেমায়েত উদ্দিন রোড হয়ে ফের অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে মহানগর ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক গাজী মো. রেদোয়ান, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা আরিফুর রহমান এবং বিএম কলেজ শাখা সভাপতি মো. মহিউদ্দিন। সমাবেশে বক্তারা হাফেজ রেজাউল করীম হত্যাকারীদের শনাক্ত করে তাদের শাস্তির দাবি জানান।
বিডি প্রতিদিন/এএ