রাজধানীর খিলক্ষেত লেকসিটি সোসাইটির একটি ভবনে অভিযান চালিয়ে মানবপাচারকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বৃহস্পতিবার তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন রোস্তম আলী ওরফে সৈকত (৪৫), হাজেরা বেগম (৩৫), সোহেল মিয়া (২৫) ও বাইজিদ হোসেন (২২)। এ সময় দুই নারীকে উদ্ধার করা হয়।
তিনি জানান, গ্রেফতারের সময় ৬টি মোবাইল ফোন, ৮টি সিম কার্ড ও নগদ ৬ হাজার ৪৫০ টাকা জব্দ করা হয়। আসামিরা একটি মানবপাচারকারী চক্রের সক্রিয় সদস্য। তারা পরস্পর যোগসাজশে দেশের বিভিন্ন স্থান থেকে বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে তরুণীদের ফাঁদে ফেলে। এরপর অনৈতিক কাজে বাধ্য করে তাদের। তাদের নামে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/হিমেল