রাজনৈতিক দলসমূহের মধ্যে সংলাপ ও সমঝোতার আহ্বান জানিয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) রংপুর মহানগর ও জেলা কমিটি মানববন্ধন কর্মসূচি পালন করেছে। শনিবার দুপুরে রংপুর প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে সচেতন নাগরিক ও বিশিষ্টজনরা অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগ ও তার জোটসঙ্গীরা চায় বর্তমান সংবিধানের আলোকে দলীয় সরকারের অধীনে নির্বাচন হোক। অপরদিকে বিএনপিসহ আন্দোলনরত রাজনৈতিক দলগুলো চায় নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। বিএনপিসহ বিভিন্ন দল ইতিমধ্যেই ‘সরকারের পদত্যাগ’র এক দফা দাবি নিয়ে আন্দোলন শুরু করেছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে, রাজপথ ততই উত্তপ্ত হচ্ছে। রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি কর্মসূচিতে জনদুর্ভোগ বাড়ছে। তাই রাজনৈতিক দলগুলোর উচিত অবিলম্বে তাদের অবস্থান পরিবর্তন করা। তাদের মধ্যে সমঝোতা হওয়া জরুরি।
সুজন রংপুর মহানগর সভাপতি অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মহানগরের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মোহাম্মদ নাসিম, সহ-সাধারণ সম্পাদক সাজ্জাদ হায়দার স্বাধীন, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রুম্মানা জামান, বিকশিত নারী নেটওয়ার্কের সভাপতি সামসি আরা জামান কলি, জনস্বাস্থ্য অধিকার আন্দোলনের আহ্বায়ক বেলাল আহমেদ প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই