ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, “জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল আন্দোলনের নামে হুমকি দিচ্ছে। শুধু হুমকির মধ্যেই তারা আছে। তারা বলেন ‘শেখ হাসিনাকে পদত্যাগ করতে সেপ্টেম্বর মাস থেকে কঠোর আন্দোলন করবে’।”
‘আওয়ামী লীগের শেকড় অনেক গভীরে। তাই বিরোধীদলের এসব হুমকি এবং আন্দোলনের নামে কর্মসূচি জনসাধারণের দুর্ভোগ ছাড়া আর কিছুই নয়। বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার জন্য পুরান ঢাকার আওয়ামী লীগের নেতাকর্মীরাই যথেষ্ট।’
গতকাল শনিবার দুপুরে পুরান ঢাকার নয়াবাজারের সামসাবাদ খেলার মাঠ সংলগ্ন এলাকায় মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন আয়োজিত বিনামূল্যে চক্ষুসেবা কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি লাশের রাজনীতির মাধ্যমে বিদেশিদের দৃষ্টি আকর্ষণ করতে চায় উল্লেখ করে সাঈদ খোকন বলেন, ‘এটা বিএনপির পুরোনো কৌশল। তারা জ্বালাও-পোড়াও, আগুন সন্ত্রাস করে লাশের রাজনীতি করতে চাচ্ছে। লাশের মাধ্যমে তারা এ দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে এবং বিদেশিদের দৃষ্টি আকর্ষণ করতে চায়। তাদের এ চেষ্টা আমরা সফল হতে দেব না। আমরা পুরান ঢাকাবাসী রাজপথে ছিলাম, আছি ও থাকব। যে কোনোমূল্যে তাদের চক্রান্ত প্রতিরোধ করব।’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ