রাজশাহী-৩ আসনের (পবা-মোহনপুর) এমপি আয়েন উদ্দিনের ফেসবুক পেজ হ্যাক করে স্টোরিতে অন্য এক নারীর অশালীন ছবি পোস্ট করা হয়েছে। রবিবার দুপুরের পর ফেসবুকের মাই ডে স্টোরিতে ওই নারীর অশালীন ছবিটি পোস্টের পর অনেক নেতাকর্মীর কাছে তা ছড়িয়ে পড়ে। এরপর তার সমালোচনাও শুরু হয়। এতে বিব্রতকর অবস্থায় পড়েন এমপি। এ ঘটনায় শেষ পর্যন্ত থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
এমপি আয়েন উদ্দিন বলেন, ওই ফেসবুক তিনি নিজে কোনোদিন ব্যবহার করেননি। তার নামে একাউন্ট খুলে তার ব্যক্তিগত সহকারী ইকবাল হোসেন এটি ব্যবহার করতেন। মোবাইল ফোন থেকে এটি পরিচালনা করা হতো। তবে হঠাৎ ফেসবুক পেজটি হ্যাক করা হয়েছে। তাকে বেকায়দায় ফেলতে এমন কাণ্ড করা হয়েছে। তাই এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে বলে জানান।
এদিকে তার ব্যক্তিগত সহকারী ইকবাল হোসেন বলেন, ফেসবুক পেজটি হ্যাক হয়েছে। কে বা কারা পেজ হ্যাকের পর তার এমপির সুনাম নষ্ট করতে এমন অশ্লীল ছবি মাই-ডেতে আপলোড করেছে বলে দাবি করেন তিনি।
এমপির ফেসবুক পেজের মাই-ডে স্টোরিতে দেখা যায়, একজন বিবস্ত্র নারী পেছনের দিকে শরীর রেখে বসে আছেন। অশালীন ওই ছবিটি তার ফলোয়ারদের ফেসবুকে ভেসে ওঠে। এরপর এমপিকে নিয়ে নেতাকর্মীদের মধ্যে পক্ষে-বিপক্ষে নানান ধরনের সমালোচনা শুরু হয়।
বিডি প্রতিদিন/হিমেল