রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় মো. নুর ইসলাম (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের মেয়ের জামাই শফিকুল ইসলাম গণমাধ্যমে বলেন, আমার শ্বশুর মাতুয়াইল ওভার ব্রিজ সংলগ্ন সিএনজি স্টেশনের পাশ দিয়ে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। পরে এক পথচারী আহত অবস্থায় তাকে মাতুয়াইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে খবর পেয়ে আমরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট থানাকে।
বিডি প্রতিদিন/এএ