রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়া কাঠের পুল এলাকায় বাসের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। গতকাল রাত সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, রাতে কাঠের পুল এলাকার ড. মাহবুব মোল্লা কলেজের সামনে ওই যুবক রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন দিয়ে পুলিশকে বিষয়টি অবগত করে। পরে পুলিশ গিয়ে আহত যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান গণমাধ্যমে বলেন, তাৎক্ষণিকভাবে নিহত যুবকের নামপরিচয় জানা যায়নি। সিআইডির সহায়তায় তার পরিচয় জানার চেষ্টা চলছে। দুর্ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা করছি।
বিডি প্রতিদিন/এএ