বরিশালের গৌরনদী উপজেলার কাশেমাবাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে চুরি যাওয়া ৯ টি ল্যাপটপ উদ্ধার এবং আন্তঃজেলা চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার করেছে পুলিশ। ৩ আগস্ট চুরি যাওয়া ল্যাপটপ ৯টি গত ৬ আগস্ট উদ্ধার করে গৌরনদী থানা পুলিশ। গ্রেফতারকৃত ৩ চোরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
সোমবার সকালে নগরীর পলিটেকনিক রোডে জেলা পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জেলা পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম।
তিনি বলেন, গত ৩ আগস্ট কাশেমাবাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রসার মূল ভবনের ২য় তলায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে ৯ টি ল্যাপটপ চুরি হয়। এ ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ আবু সাঈদ মো. কামাল গত ৬ আগস্ট গৌরনদী থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। থানা পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে ওইদিনই গোপন সংবাদের ভিত্তিতে কাশেমাবাদ এলাকা থেকে সিয়াম আহম্মেদ (২০) নামে এক যুবককে ৬টি এইচপি ল্যাপটপসহ গ্রেফতার করে। তার দেয়া তথ্য অনুযায়ী একই উপজেলার দক্ষিন বিজয়পুর এলাকা থেকে রেজাউল শরীফ (২৮) ও পার্থ রায়কে (২৩) আরও ৩টি এইচপি ল্যাপটপসহ গ্রেফতার করে তারা।
পুলিশ সুপার আরও বলেন, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা চোর চক্রের সদস্য বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তারা সংঘবদ্ধভাবে দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ল্যাপটপ চুরি করে আসছিলো। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. শাহজাহান এবং অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) রেজোয়ান আহমেদ সহ অন্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ