বরিশাল মহানগর শ্রমিক দলের ৪টি ওয়ার্ড কমিটি ঘোষণা হয়েছে। গত রবিবার রাতে নগরীর সদর রেডের দলীয় কার্যালয়ে এক সভা শেষে ওই ৪টি ওয়ার্ড কমিটি ঘোষণা করেন নেতৃবৃন্দ।
নগরীর ৮ নম্বর ওয়ার্ডে মো. নয়ন ফকিরকে আহবায়ক, মো. জুয়েল মৃধাকে সিনিয়র যুগ্ম আহবায়ক ও মোঃ হোসেন হাওলাদারকে সদস্য সচিব করে ৩১ সদস্যের ওয়ার্ড শ্রমিক দলের কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
১৩ নম্বর ওয়ার্ডে মো. কুদ্দুসকে আহবায়ক, আবদুর রাজ্জাক খানকে সিনিয়র যুগ্ম আহবায়ক ও আবদুস ছালাম হাওলাদারকে সদস্য সচিব করা হয়েছে।
১৯ নম্বর ওয়ার্ডে খোকন চন্দ্র রায়কে আহবায়ক, মো. হাফি হাওলাদারকে সিনিয়র যুগ্ম আহবায়ক ও আবদুর রহমান মুন্সিকে সদস্য সচিব করা হয়েছ।
২৮ নম্বর ওয়ার্ডে মো. সুলতান শরীফকে আহবায়ক, তোফাজ্জল হোসেন মোহনকে সিনিয়র যুগ্ম আহবায়ক ও মো. বাবুল সরদারকে সদস্য সচিব করা হয়েছে। সভায় শ্রমিক দলের নবগঠিত কমিটির নেতকর্মীদের চলমান আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার নির্দেশনা দেন নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এএ