যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার দীর্ঘ সংগ্রামমুখর জীবনে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দিনে দিনে আমাদের স্বাধীনতার দিকে এগিয়ে নিয়েছেন। তার এই আপসহীন সংগ্রাম আন্দোলনের ফসল আমদের স্বাধীন বাংলাদেশ।
তিনি মঙ্গলবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গাজীপুর জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন।
গাজীপুর শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল আলম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমান, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি অ্যাড. আজমত উল্লা খান ও সাধারণ সম্পাদক আতাউল্লা মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন প্রমুখ।বিডি প্রতিদিন/হিমেল