শিরোনাম
১৮ আগস্ট, ২০২৩ ১৯:৫২

এই দানব সরকারকে বিদায় করে আমরা ঘরে ফিরবো: দুদু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

এই দানব সরকারকে বিদায় করে আমরা ঘরে ফিরবো: দুদু

সংগৃহীত ছবি

শুক্রবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগর বিএনপির আয়োজনে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি শুরুর আগে ভুবন মোহন পার্কে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। নগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশার সভাপতিত্বে বক্তব্য রাখেন চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, তথাকথিত প্রহসনের বিচারে খালেদা জিয়াকে জেলে আটকে রেখেছেন। খালেদা জিয়া আপোসহীন নেত্রী, তিনি যখন বলেছেন পদত্যাগ করতে, তখন করতে হবে। সময় বেশি নেই। এই ২০২৩ সালে আর দুই মাসের মধ্যে, এরপরের সরকার বিএনপির সরকার। এরপরের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। নির্বাচন চাচ্ছি কেনো? কারণ দেশের মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে। আর কয়েকটা দিন এমন আন্দোলন করতে হবে। তারপর এই দানব সরকারকে বিদায় করে আমরা ঘরে ফিরবো।

সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে এখন যারা ক্ষমতায় আছেন, তারা থাকতে পারবে না। শেখ হাসিনা আগামী দিনে ক্ষমতায় থাকতে পারছেন না, এটা শেখ হাসিনা স্বীকার করে নিয়েছেন। আমাদের দাবি এক দফা। অন্তবর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা দিয়ে যতো তাড়াতাড়ি যাবেন, দেশের মানুষ বাঁচবে। বিএনপির জনপ্রিয় নেতারা যাতে নির্বাচনে অংশ নিতে না পারে, সেজন্য মামলা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আপনারা আগামী দিনে ক্ষমতায় থাকতে পারছেন না, তাই কোন পথ দিয়ে পালাবেন, সেটা দেখেন। আপনারা বিএনপি নেতাদের জেলে আটকে রেখেন। দ্রুত তাদের জামিনের ব্যবস্থা না করলে আন্দোলন আরও কঠোর হবে। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর