পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের এমপি কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেছেন, বরিশালের উন্নয়ন করতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে পুনরায় সংসদে নির্বাচিত করতে হবে। শেখ হাসিনার সরকার যদি পুনরায় নির্বাচিত না হয় তাহলে আবুল খায়ের খোকন সেরনিয়াবাত মেয়র হিসেবে দায়িত্ব নিয়েও বরিশালের কোনো উন্নয়ন করতে পারবেন না। আপনারা যদি ভালো থাকতে চান, আর্থিকভাবে লাভবান হতে চান, খোকন সেরনিয়াবাতের মতো শেখ হাসিনার সরকারকে আবারও নির্বাচিত করতে হবে।
নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, মনে রাখবেন যদি আমরা শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করতে না পারি তাহলে আওয়ামী লীগের নেতাকর্মী-সমর্থকরা শান্তিতে ঘুমাতে পারবেন না।
সোমবার বিকেলে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।মহানগর যুবলীগ আহ্বায়ক নিজামুল ইসলাম নিজামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন নবনির্বাচিত সিটি মেয়র আবুল খায়ের খোকন সেরনিয়াবাত। এ ছাড়া স্থানীয় নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন।
এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে মহানগর আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বিকেলে নগরীর সিএন্ডবি রোডে ২০ ও ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদায়ী সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ। সভায় বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস এবং মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম।
বিডি প্রতিদিন/হিমেল