রাজধানীতে মুষলধারে বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে টানা ৬ ঘণ্টা চলে এই বৃষ্টি। এতে রাজধানীর নিচু এলাকাগুলোতে হাঁটু থেকে কোমর পানি জমে গেছে।
ঢাকার বিভিন্ন এলাকার রাস্তা তলিয়ে গেছে। পানি জমে যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন রাতে ঘরমুখী লোকজন। অনেকেই ফেসবুকে শেয়ার করেছেন তাদের ভোগান্তির কথা।
এমনকি বৃষ্টির কারণে কর্মস্থল থেকে অনেকে সময়মতো বের হতেও পারেননি। রাজধানীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাটও দেখা দিয়েছে। পানি জমে যাওয়ায় বিভিন্ন এলাকায় স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমে বলেন, ঢাকায় সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগামীকালও ঢাকায় বৃষ্টি হতে পারে বলে জানান তিনি।
শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গাসহ ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এসময় বজ্রপাতও হওয়ারও সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে।
বিডি প্রতিদিন/এমআই