এক দফা দাবিতে আগামী ২৯ সেপ্টেম্বর ঢাকায় মহিলা দলের মহাসমাবেশ সফল করতে বরিশালে প্রস্তিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল বিভাগীয় মহিলা দলের উদ্যোগে শুক্রবার বিকালে সদর রোডের দলীয় কার্যালয়ে এই প্রস্তুতি সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।
মহিলা দল কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সদস্য বেগম এলিনা জামানের সভাপতিত্বে মহানগর মহিলা দলের সাধারন সম্পাদক পাপিয়া পারভিনের সঞ্চলনায় প্রস্ততি সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য শামিমা আকবর, মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি সুফিয়া বেগম, জেলা (দক্ষিণ) মহিলা দল সভাপতি ফাতেমা রহমান, জেলা (উত্তর) মহিলা দল সভাপতি চৌধুরী শরিফা নাসরিন, পটুয়াখালী জেলা সভাপতি রুমা বেগম, ভোলা জেলা সভাপতি সাজেদা বেগম, বরগুনা জেলা সভাপতি রোনজুয়ারা শিপুসহ অন্যরা।
সভায় এক দফা দাবিতে বিএনপি’র চলমান আন্দোলনের অংশ হিসেবে ২৯ সেপ্টেম্বর ঢাকায় মহিলা দলের মহাসমাবেশ সফল করতে সকলের প্রতি আহ্বান জানান সেলিমা রহমান।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ