শিরোনাম
৩ অক্টোবর, ২০২৩ ২২:২০

র‌্যাবের অভিযানে হত্যা মামলার আসামি গ্রেফতার

অনলাইন ডেস্ক

র‌্যাবের অভিযানে হত্যা মামলার আসামি গ্রেফতার

রাজধানীর বাড্ডা এলাকা থেকে হত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোস্তফাকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। সোমবার রাতে মেরুল বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১০ এর উপ-পরিচালক আমিনুল ইসলাম গণমাধ্যমে জানান, রাজধানীর ডেমরা থানায় দায়েরকৃত একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোস্তফা। দীর্ঘদিন ধরে বাড্ডাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন তিনি। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর