৫ অক্টোবর, ২০২৩ ২২:৪২

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে রং মিস্ত্রী নিহত

অনলাইন ডেস্ক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে রং মিস্ত্রী নিহত

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে ইমন শেখ (২২) নামে এক রং মিস্ত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানার গোবরচাকা গাবতলার মোড় তালুকদার লেনের মোহাম্মদ খাঁর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

রাত সাড়ে ৮টায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ইমন গোবরচাকা নবীনগরের সানোয়ার হোসেনের ছেলে।

পুলিশ জানায়, ঘটনার সময় ৫-৬টি মোটরসাইকেলে করে ১০-১২ জন দুর্বৃত্ত গুলি করে। এতে ইমন শেখ বুকের বাম পাশে গুলিবিদ্ধ হন। 

গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মাকর্তা (ওসি) মমতাজুল হক। তিনি জানান, শত্রুতার জের ধরে ইমন শেখের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর