রাজধানীর শাহবাগ থানাধীন হাইকোর্ট মাজার গেটের সামনে থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক (৬৫) বছর।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্বাছ আলী বলেন, সংবাদ পেয়ে সোমবার (৯ অক্টোবর) বিকালে হাইকোর্ট এর গেইটের পাশে ফুটপাত থেকে পথচারী শাহিন এর সহযোগিতায় অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে বিকাল ৩ টা ৩৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, লোকটি ভবঘুরে টাইপের। সে ঐ এলাকায় ঘোরাফেরা করতো। শুনেছি মৃতের মেয়ে আছে। তার খোঁজ নেয়া হচ্ছে। মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।বিডি প্রতিদিন/হিমেল