১৮ অক্টোবর, ২০২৩ ১১:৩৫

রাজধানীতে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিনিধি:

রাজধানীতে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ফুটপাত থেকে মাদকাসক্ত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাজধানীর শাহবাগ থানাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনে যাত্রী ছাউনির পাশে রাস্তার ফুটপাত থেকে মাসুদ (৪০) নামে এক ব্যক্তি অচেতন অবস্থায় পড়েছিল।  

পুলিশ সংবাদ পেয়ে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম মীর মালত সকাল সাড়ে ৯টায় সেখান থেকে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর সকাল সোয়া ১০টায় মৃত ঘোষণা করেন। 

পুলিশ ও আশপাশের লোকজনের ধারণা, সে ভবঘুরে প্রকৃতি লোক ছিল। ওই এলাকার ঘুরাফেরা করতো এবং আশপাশের ফুটপাতে ঘুমাতো। লোকটির পরিচয় আছে, তবে সে মাদকাসক্ত ছিল। তার নাম মাসুদ, তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায়। আমরা তার বাড়িতে সংবাদ দিয়েছি। ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

বিডি প্রতিদিন/এএম

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর