নির্বিচার হত্যা ও নির্মম আগ্রাসনের শিকার ফিলিস্তিনিদের প্রতি সংহতি স্বরূপ জাকের পার্টি আগামী ২৭ অক্টোবর শুক্রবার দেশব্যাপী একযোগে সব জেলা ও মহানগরে ইসলামী জনসভা করবে।
ফিলিস্তিনের গাজায় নিরপরাধ নারী, পুরুষ, শিশু, কিশোর ও বৃদ্ধদের ওপর নির্বিচারে হামলার প্রতিবাদ ও অনতিবিলম্বে গণহত্যা বন্ধের দাবিতে আজ বাদ জুমা বনানী কেন্দ্রীয় মসজিদ এলাকায় জাকের পার্টির মানববন্ধন চলাকালে জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সাল অডিও বার্তায় এ কর্মসূচি ঘোষণা করেন।
শান্তিপূর্ণ মানববন্ধনে জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বলেন, ফিলিস্তিনের গাজায় নিরপরাধ নারী, পুরুষ, শিশু, কিশোর ও বৃদ্ধদের ওপর নির্বিচারে হামলা একটি গুরুতর মানবতাবিরোধী অপরাধ। অনতিবিলম্বে এ হামলা বন্ধ করতে হবে। কূটনৈতিক প্রক্রিয়ায় উভয় পক্ষেরই শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে।
শামীম হায়দার অবরুদ্ধ গাজাবাসী এবং নির্মম আগ্রাসনের শিকার ফিলিস্তিনবাসীর প্রতি জাকের পার্টির পক্ষ থেকে সংহতি ও সহমর্মিতা প্রকাশ করেন।
মানববন্ধন কর্মসূচিতে আরও অংশগ্রহণ করেন, জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য রবিউল ইসলাম রবি, কাজী রাশিদুল হাসান রাশেদ, মুফতী শরীফুল ইসলাম সাঈফী, মুফতী কাউসার আহমেদ চাঁদপুরী প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন