আলোচিত ইউটিউবার আশরাফুল ইসলাম ওরফে হিরো আলমের জন্মদিন আজ রবিবার। জন্মদিন উপলক্ষে দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে যান তিনি। সেখানে তাকে উপহার দেওয়া হলো জন্মদিনের কেক।
রবিবার দুপুরে হিরো আলম বলেন, আজ আমার জন্মদিন। জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য ডিবিপ্রধান হারুন স্যার আমাকে ডেকেছেন। তাই ডিবি কার্যালয়ে এসেছি।
তিনি আরও বলেন, আমার জন্মদিন উপলক্ষে ডিবি অফিসে হারুন স্যার কেক কাটবেন এবং আমাকে মিষ্টি খাওয়াবেন।
গত কয়েক বছরে বেশ কয়েকটি নির্বাচনে অংশ নিয়ে আলোচনায় আসেন হিরো আলম। বিশেষ করে বগুড়ায় উপনির্বাচন করে সবার নজর কাড়েন। সেখানে দু’টি আসনে উপনির্বাচন করে একটিতে জয়ের দ্বারপ্রান্তে ছিলেন এই অভিনেতা।
পরে ঢাকা-১৭ আসনে ভোটার না হয়েও নির্বাচনে অংশ নিয়ে নতুন করে আলোচনায় আসেন হিরো আলম।
বিডি-প্রতিদিন/বাজিত