রাজধানীতে নারীর লাশ উদ্ধার করা হয়েছে। মৃতের পরিচয় পাওয়া যায়নি, বয়স আনুমানিক (৩২)।
সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রুবিনা আউয়াল বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সংবাদ পেয়ে পূর্ব মাদারটেক সিঙ্গাপুর গলির একটি আমগাছে ঝুলন্ত অবস্থা থেকে রবিবার সকাল নয়টার সময় মরদেহটি উদ্ধার করে, আইনি প্রক্রিয়া শেষে বিকালে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
তার পরনে ছিল রানি গোলাপি প্রিন্টের মেক্সি ও পেটিকোট। তার পেট ফোলা ছিল। মৃত অন্তঃসত্ত্বা ছিলেন কিনা, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তিনি আরও বলেন, মৃতের পরিচয় পাওয়ার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি।
বিডি প্রতিদিন/এএ