বরিশালে র্যালি এবং আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন ও বিআরটিএর উদ্যোগে সার্কিট হাউজ চত্ত¡র থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফের সার্কিট হাউজ চত্ত্বরে গিয়ে শেষ হয়।
পরে সার্কিট হাউজের সভাপক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। ‘আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ স্লোগান এই সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনদীপ ঘরাইর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন, বিআরটিএর বিভাগীয় পরিচালক মো. জিয়াউর রহমান, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীর প্রতীক, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হোসেন চৌধুরী এবং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন।
এছাড়া পরিবহন মালিক-শ্রমিক সমিতির সদস্যরা সভায় উপস্থিত ছিলেন। সভায় নিরাপদ সড়ক গড়তে সবাইকে আরও সচেতন হওয়ার আহবান জানান আলোচকরা।
বিডি প্রতিদিন/এএ