রাজধানীর মোহাম্মদপুর হুমায়ুন রোডের একটি বাসায় ডাব পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে এক নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে। তার নাম- নাঈম ফকির (২০)। রবিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনাটি ঘটে।
হাসপাতালে নিয়ে আসা অপর নিরাপত্তা কর্মী আরিফুর রহমান বলেন, মোহাম্মদপুর হুমায়ুন রোডের একটি বাড়ির নাঈম নিরাপত্তা কর্মী ছিলো। ঐ বাসায় দুপুরে ডাব পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় পরে সেখান থেকে বিকেল তিনটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ছয়টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। মৃত নাঈম বাগেরহাট জেলার রামপাল উপজেলার চাকসি গ্রামের বাদশা ফকিরের ছেলে।
বিডি প্রতিদিন/এএম