বরিশাল বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ কামালের পদত্যাগসহ ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে সংগঠনের একাংশের সদস্যরা। সোমবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সিনিয়র সদস্য মো. রিয়াজের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য মো. রিপন, মো. টিটু ও মো. আনোয়ার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৪ বছর ধরে সংগঠনের সাধারণ সম্পাদক শেখ কামাল নিজের ইচ্ছে মতো অর্থ আত্মসাতসহ সাধারণ সদস্যদের সদস্য পদ বাতিল করে বাইরের লোকজনকে সদস্য পদ দিয়েছেন। কেউ তার বিরুদ্ধে কথা বললে তার সদস্য পদ বাতিল করেছেন। বক্তারা শ্রমিকদের পক্ষে প্রতিবাদ করায় যাদের সদস্য কার্ড বাতিল করা হয়েছে তাদের অবিলম্বে সদস্য কার্ড ফিরিয়ে দেয়া, শ্রমিক না হয়েও যারা সদস্য কার্ড পেয়েছেন তাদের কার্ড বাতিল করা ও সাধারণ সম্পাদক শেখ কামালের পদত্যাগসহ ৫ দফা বাস্তবায়নের দাবি জানান।
বিডি প্রতিদিন/এএ
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        