৬ নভেম্বর, ২০২৩ ০৫:৪৩

বাসে আগুন দেওয়ার সময় ছাত্রদল নেতা আটক

অনলাইন ডেস্ক

বাসে আগুন দেওয়ার সময় ছাত্রদল নেতা আটক

জামাল হোসেন

‘রাজধানীর পুরান ঢাকায় বাসে আগুন দেওয়ার সময় ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেনকে (২৯) হাতেনাতে আটক’ করার দাবি করেছে বংশাল থানা পুলিশ। 

রবিবার রাত নয়টায় গুলিস্তান ফুলবাড়িয়া বাস টার্মিনালের সামনে থেকে তাকে আটক করা হয়। এই সময় তার কাছ থেকে আধা কেজি গান পাউডার, এক বোতল পেট্রোল এবং তুলা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

লালবাগ জোনের ডিসি জাফর হোসেন বলেন, রবিবার রাত আনুমানিক নয়টায় মিরপুর টু সদরঘাটগামী তানজিল পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করছিল সে। তখন বিষয়টি টের পেরে বাসের চালক ও হেলপার তাৎক্ষণিক তার ওপর ঝাপিয়ে পড়ে হাতেনাতে ধরে ফেলে। 

তিনি বলেন, ঘটনাস্থলে আমাদের পুলিশের দুটি টিম টহলরত অবস্থায় ছিল। এসময় বাসের চালক হেলপারের সহযোগিতায় আমাদের পুলিশ সদস্যরা তাকে হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসে। আমরা অধিকতর তদন্তের জন্য তার বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নিব। 


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর