বরিশাল সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন সাদিক আবদুল্লাহ। চতুর্থ পরিষদের মেয়াদ পূর্তির ৫ দিন আগে প্যানেল মেয়রের কাছে দায়িত্ব দিয়ে অব্যাহতি নেন তিনি। পরে নাগরিক পরিষদ নেতৃবৃন্দ র্যালি সহকারে বাসায় পৌঁছে দেন সাদিক আবদুল্লাহকে। পথিমধ্যে তাকে যুবলীগ-ছাত্রলীগ সহ অন্যরা ফুলের পাপড়ি ছিটিয়ে সংবর্ধনা জানান।
সাদিক আবদুল্লাহর নেতৃত্বাধীন বরিশাল সিটি করপোরেশনের চতুর্থ পরিষদের মেয়াদ শেষ হবে আগামী ১৪ নভেম্বর। এর ৫ দিন আগে বৃহস্পতিবার সকাল ১১টায় প্যানেল মেয়র-১ গাজী নাইমুল হোসেন লিটুর কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়ে মেয়র হিসেবে অব্যাহতি নেন সাদিক আবদুল্লাহ। এ সময় মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম ও মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীর সহ অন্যরা উপস্থিত ছিলেন।
বিদায়কালে সদ্য সাবেক মেয়র নতুন মেয়রের জন্য শুভকামনা করেন। নতুন মেয়রকে সব ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন তিনি। দায়িত্বপালনকালে সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত করার চেষ্টা করেছেন বলে জানান। সকল সফলতা জনগণের আর ব্যর্থতা নিজের কাঁধে তুলে নেন তিনি। মেয়াদ পূর্তির ৫ দিন আগে দায়িত্ব থেকে অব্যাহতি নেয়ার বিষয়ে সাদিক বলেন, গত ৩ মাস ধরে প্রধান নির্বাহী কর্মকর্তা নেই, সচিব নেই, নির্বাহী ম্যাজিস্ট্রেট নেই। এ অবস্থায় জনগণের কোন সেবা দিতে পারছিলেন না তিনি। এ কারণে মেয়াদ পূর্তির আগেই বিদায় নেয়ার কথা জানান তিনি।মেয়র কার্যালয় থেকে নেমে সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং কৃষক নেতা আবদুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন সদ্য বিদায়ী মেয়র সাদিক আবদুল্লাহ। পরে নাগরিক পরিষদ নেতৃবৃন্দ সহ দলীয় নেতাকর্মীরা র্যালি সহকারে সাদিক আবদুল্লাহকে তার কালীবাড়ি রোডের বাসায় পৌঁছে দেন। পথে পথে ফুলের পাপড়ি ছিটিয়ে সাদিককে উষ্ণ সংবর্ধনা দেয় দলীয় নেতাকর্মীরা।
মেয়রের বিদায় উপলক্ষে সদর রোড সহ বিভিন্ন এলাকায় মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ।
এদিকে, আগামী ১৪ নভেম্বর দায়িত্ব নেবেন নবনির্বাচিত মেয়র আবুল খায়ের খোকন সেরনিয়াবাত। এ লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি চলছে নগর ভবনে। নতুন মেয়রের কাছে দায়িত্ব হস্তান্তরের ৫ দিন আগে মেয়রের দায়িত্ব থেকে বৃহস্পতিবার অব্যাহতি নেন সাদিক আবদুল্লাহ। এর আগে সকাল ১১টায় প্যানেল মেয়র-১ গাজী নাঈমুল হোসেন লিটুর কাছে দায়িত্ব বুঝিয়ে দেন সাদিক। ১৪ নভেম্বরের আগ পর্যন্ত ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করবেন তিনি। ১৪ নভেম্বর নতুন নির্বাচিত মেয়র আবুল খায়ের খোকন সেরনিয়াবাতের কাছে সিটি করপোরেশনের দায়িত্ব বুঝিয়ে দেবেন তিনি।
বিডি-প্রতিদিন/বাজিত