সাভারে সড়কের পাশে পার্কিং করে রাখা ইতিহাস পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
রবিবার রাত সোয়া ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুরে এলাকায় এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
সাভার মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুরে সার্ভিস লেনে পার্কিং করে রাখা ইতিহাস পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। তবে তত সময়ে বাসটি প্রায় পুড়ে যায়।এই ঘটনায় জড়িতদের দ্রুততম সময়ে আটক করার চেষ্টা চালানো হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।
বিডি প্রতিদিন/নাজমুল