বরিশাল-ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চে অগ্নিসংযোগের মাধ্যমে নাশকতার পরিকল্পনা করার অভিযোগে বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনিসহ ২ জনকে আটক করেছে র্যাব-৮। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে তারা।
বুধবার দুপুর ১২টায় বরিশাল নগরীর রূপাতলী র্যাব-৮ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন।
তিনি বলেন, গত ২৮ অক্টোবর ও পরবর্তী সময়ে রাজধানী ঢাকা ও বরিশালের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, নাশকতা ও সহিংসতার অন্যতম নির্দেশদাতা রেজাউল করিম রনি। তারা বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসংযোগ ঘটিয়ে তার ভিডিও ফুটেজ তাদের শীর্ষ নেতৃবৃন্দের কাছে পাঠাতেন। গতকাল মঙ্গলবার বরিশাল সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রনি ও তার সহযোগি হাতেম আলী কলেজ ছাত্রদলের সদস্য সচিব আহাদ হোসেন আবিরকে আটক করে র্যাব।জিজ্ঞাসাবাদ শেষে গতকাল দুপুরে তাদের কোতয়ালী থানায় সোপর্দ করে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন র্যাব কর্মকর্তা খন্দকার আল মামুন।
বিডি প্রতিদিন/হিমেল