রাজধানীর ডেমরা থানার পশ্চিমবংশ নগর এলাকায় প্রবাসী স্বামীর ওপর অভিমান করে রোজি (২৪) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শুক্রবার দুপুর পৌনে তিনটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত রোজির মা আসমা বেগম জানান, আমার মেয়ে রোজির সৌদি প্রবাসী নয়নের সঙ্গে বিয়ে হয়। বর্তমানে নয়ন সৌদিতে আছে। পারিবারিক বিষয় নিয়ে মোবাইল ফোনে নয়নের সঙ্গে আমার মেয়ের কথা কাটাকাটি হয়। পরে সে দুপুর বারোটা থেকে একটার মধ্যে নিজের রুমে গিয়ে আত্মহত্যা করে। পরে আমরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানায় আমার মেয়ে আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া গণমাধ্যমে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি ডেমরা থানাকে জানিয়েছি।
বিডি প্রতিদিন/এএ