২৭ ডিসেম্বর, ২০২৩ ১৪:২৩

নির্বাচনের নামে যাত্রাপালার আয়োজন করা হয়েছে : মঈন খান

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনের নামে যাত্রাপালার আয়োজন করা হয়েছে : মঈন খান

আগামী ৭ জানুয়ারি নির্বাচনের নামে যাত্রাপালার আয়োজন করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। বুধবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তবাদী সমমনা জোটের এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মঈন খান বলেন,‘আজকে  নির্বাচনের নামে কি হচ্ছে? এটা একটা যাত্রা, যাত্রাপালার আয়োজন করা হয়েছে। যে যাত্রার সঙ, যারা নির্বাচন পরিচালনা করছেন। মানুষ এই নির্বাচনে ভোট দিতে যাবে না, এটা সবাই জানে, সরকারও জানে। এই কারণে নির্বাচনের নামে নাটক সাজানো হয়েছে।’

তিনি বলেন, ‘সরকার আজকে নির্বাচনের খেলায় নৈতিকভাবে পরাজিত হয়েছে। তারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ১০ শতাংশ ভোট পাবে না। এজন্য নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় পায়। সরকার হুমকি-ধামকি দিয়ে সাহস সঞ্চার করতে চাইছে, কিন্তু তাদের ভেতরে ভেতরে ভয় আছে।’

মঈন খান বলেন, ‘৭ জানুয়ারি পাতানো নির্বাচন ইতিমধ্যে জনগণ বর্জন করেছে। কারণ এ নির্বাচনের ফলাফল আগেই তৈরি করা হয়েছে। কে কতো ভোট পাবে, কত পার্সেন্ট ভোট পড়বে, তা তৈরি আছে। কম্পিউটার টিপ দিলেই জেলায় জেলায় চলে যাবে এবং নির্বাচন কমিশনও সেই ফলাফল প্রকাশ করবে।’

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর