রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাসরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক শিক্ষার্থীদের সংগঠন 'চবি অ্যালামনাই বসুন্ধরা'র বার্ষিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) চবিয়ান ও শিশুদের নিয়ে কেক কেটে ট্রফি দখলের এ যুদ্ধের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট, বসুন্ধরা গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও বসুন্ধরা কিংস ক্লাবের প্রেসিডেন্ট ইমরুল হাসান। এর পরে তিনি চবিয়ানদের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে চবি অ্যালামনাই বসুন্ধরার উপদেষ্টা সাবেক অতিরিক্ত তপন চন্দ্র বনিক, সহ-সভাপতি ডিএলএম গ্রুপের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের ২৬ ব্যাচের শিক্ষার্থী এম এ মতিন, জেমস গ্রুপের চেয়ারম্যান ৩২ ব্যাচের শাহাদাৎ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ৩০ ব্যাচের ইমতিয়াজ আউয়াল অপু, সাংগঠনিক সম্পাদক ৩০ ব্যাচের জাকির সৈয়দ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ৩৬ ব্যাচের তন্ময় মজুমদার, দপ্তর সম্পাদক ৪৬ ব্যাচের শাখাওয়াত হোসাইন, অর্থ-সম্পাদক ৩০ ব্যাচের হেমায়েত উদ্দিন হিমু, ক্রীড়া সম্পাদক ৩৭ ব্যাচের শামীম আহমেদ শিশির, সহ-ক্রীড়া সম্পাদক ৩৪ ব্যাচের রাফিউল কবির রুমেলসহ বসুন্ধরায় বসবাসরত চবি'র বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থী ও তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইমরুল হাসান বলেন, আমি খেলার মানুষ। ব্যাডমিন্টন আমার খুবই প্রিয় খেলা। চবি অ্যালামনাইয়ের এই আয়োজন সত্যিই অভূতপূর্ব। বসুন্ধরা আবাসিক এলাকায় যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এতো বড় পরিবার বসবাস করে এবং নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন করে, এটা জানা ছিল না। খেলাধুলা শরীর ও মন সুস্থ রাখে। এমন আয়োজন নিয়মিত হোক। আগামীতে চবি অ্যালামনাইয়ের এমন আয়োজনে ডাক পেলে অবশ্যই উপস্থিত থাকার চেষ্টা করবো।
অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় ইমরুল হাসানকে ধন্যবাদ জানিয়ে অ্যালামনাইয়ের সহ-সভাপতি এম এ মতিন বলেন, বসুন্ধরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের প্রায় তিনশ' পরিবার বসবাস করে। বসুন্ধরাতেই যেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরেকটি ক্যাম্পাস তৈরি হয়েছে। আমরা নিয়মিত বিভিন্ন ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করি।
জেমস গ্রুপের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন বলেন, গত ৮-১০ বছর ধরে আমরা প্রতি বছর শীতকালে ব্যাডমিন্টন খেলার আয়োজন করছি। এই খেলাকে কেন্দ্র করেও দুই-তিন মাস চবিয়ানদের মধ্যে একটা মেলবন্ধন তৈরি হয়। আজ বসুন্ধরা গ্রুপের ডিএমডি ও বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান আমাদের মাঝে উপস্থিত হলে এ আয়োজনকে আরও প্রাণবন্ত করে তুলেছেন। আগামীতেও সব সময় উনাকে আমাদের পাশে পাবো এটাই প্রত্যাশা করি।
ক্রীড়া সম্পাদক শামীম আহমেদ শিশির বলেন, গত নভেম্বরে অনাড়ম্বর আয়োজনের মধ্যে দিয়ে শুরু হয়েছিল এ মৌসুমের ব্যাডমিন্টন খেলা। প্রতিবারের মতো এবারও পুরুষ দ্বৈত, শিশু দ্বৈত, মিশ্র দ্বৈত, নারী একক, শিশু একক ছাড়াও অনেকগুলো ইভেন্টে খেলা হচ্ছে। ব্যাডমিন্টন না জানা ছোট শিশুদের জন্যও রয়েছে মজার বিভিন্ন ইভেন্ট। মাঠে খেলোয়াড়, শিশু, অতিথিদের জন্য নিয়মিত চা-নাস্তার ব্যবস্থা রাখা হচ্ছে। মাঠে উপস্থিত প্রতিটা শিশু যাতে হাসিমুখে ফিরতে পারে সে বিষয়টি মাথায় রাখা হয়েছে।
টুর্নামেন্ট আয়োজনে সহযোগীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, প্রতি বছরের মতো এবারও মাঠ তৈরির মাধ্যমে চবিয়ানদের খেলার সুযোগ করে দিয়েছেন জেমস গ্রুপের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন। তবে এবার আমরা স্পন্সর হিসেবে পাশে পেয়েছি বসুন্ধরা কিংস ও ফরচুন গ্রুপকে, যা আয়োজনকে আরও বর্ণাঢ্য করে তুলেছে। আগামী ২০ ফেব্রুয়ারি সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের পর্দা নামবে।
বিডি প্রতিদিন/শামীম