বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি কারাবন্দি শরীফুল আলমের পরিবারের খোঁজ নিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর উত্তরার শরীফুল আলমের বাসায় যান সদ্য কারামুক্ত বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন। তারা শরীফুল আলমের স্ত্রী ও ছেলের কাছ থেকে পরিবারের খোঁজ নেন।
প্রসঙ্গত, গত বছর ৪ নভেম্বর ভৈরবের কমলপুর থেকে শরীফুল আলমকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে নতুন ও পুরাতন মিলিয়ে ৩২টি মামলা রয়েছে। সব মামলায় জামিন না হওয়ায় এখনও কারাগারে রয়েছেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম।
বিডি-প্রতিদিন/বাজিত