২৭ মে, ২০২৪ ২২:১০

১৬ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন কালিয়াকৈর, দুর্ভোগে মানুষ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

১৬ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন কালিয়াকৈর, দুর্ভোগে মানুষ

ফাইল ছবি

গাজীপুরের কালিয়াকৈরে ১৬ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে পড়েছেন মানুষজন। সোমবার ভোর রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কালিয়াকৈর উপজেলাবাসী।

জানা গেছে, সারাদেশে ঘূর্ণিঝড় রিমালের কারণে ভোর রাত থেকে বিদ্যুৎ না থাকায় অনেক এলাকায় পানির সংকট দেখা দিয়েছে। এতে রান্নাসহ প্রয়োজনীয় কাজ করতে পারছেন না মানুষজন। তবে অনেক পরিবার বিভিন্ন টিউবওয়েলে সকাল থেকে লাইন ধরে পানি নিচ্ছে। এ উপজেলায় প্রায় ১০ লাখ মানুষের বসবাস।

ভুক্তভোগী একাধিক লোকজন জানান, ভোররাত থেকে বিদ্যুৎ না থাকায় রান্না করা সম্ভব হয়নি। কোনোরকম শুকনো খাবার খেয়ে আছি। পানি না থাকায় দূর-দূরান্ত থেকে টিউবওয়েল থেকে পানি আনা হচ্ছে।

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি -১ চন্দ্রা  জোনাল অফিসের প্রকৌশলী জসিম উদ্দিন জানান, অতিরিক্ত বাতাসে গাছপালা ভেঙে বিদ্যুৎ লাইনের উপর পড়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বিদ্যুৎ লাইনে সংযোগ দিলেও ঠিকমতো সংযোগ থাকছে না। আমদের লোকজন কাজ করছে, খুব তাড়াতাড়ি এ সমস্যার সমাধান হয়ে যাবে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর