মিছিল নিয়ে শহীদ মিনারে পৌঁছেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারা সেখানে অবস্থান করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। শনিবার বিকাল ৩টায় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ হবে। এর দেড় ঘণ্টা আগে বেলা দেড়টা থেকেই আন্দোলনকারীরা শহীদ মিনারে জড়ো হয়ে স্লোগান দিচ্ছেন, মিছিল করছেন।
ঢাকার বিভিন্ন এলাকা থেকে আন্দোলনকারীরা শহীদ মিনারে আসতে শুরু করেন। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকসহ নানা শ্রেণি-পেশার মানুষও এই কর্মসূচিতে আসছেন। তারা শহীদ মিনারের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন। ‘বাংলাদেশের জনগণ, নেমে আসুন নেমে পড়ুন’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’- এ রকম নানা স্লোগান দেন। এসময় নানা ধরনের প্ল্যাকার্ড শিক্ষার্থীদের হাতে দেখা যায়।
আন্দোলনে যোগ দেওয়া এক কলেজ শিক্ষক বলেন, ‘শিক্ষার্থীদের নয় দফা দাবি মেনে নিলেও সরকার কয়েক দিন পর আবার দমন নিপীড়ন শুরু করবে। তাদের একটার পর একটা ভুল সিদ্ধান্তের কারণে এতোগুলো মানুষের প্রাণ গেল। তাই প্রধানমন্ত্রী নৈতিকভাবে ক্ষমতায় থাকার অধিকার হারিয়েছেন।’বিডি প্রতিদিন/আরাফাত