শিরোনাম
- ইউরোপে সর্বোচ্চ সংখ্যক শরণার্থী জার্মানিতে, ২৫ জনে একজন আশ্রয়প্রার্থী
- বাতিল হওয়া সৌর প্রকল্পগুলো পুনর্বিবেচনার আহ্বান বিদ্যুৎকেন্দ্র মালিকদের
- চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি শুরু
- সঞ্চয়পত্রের মুনাফা বাড়ালে কেউ ব্যাংকে টাকা রাখবে না : অর্থ উপদেষ্টা
- আর কত জীবন দেবে এ দেশের মানুষ বলে আক্ষেপ নজরুল ইসলামের
- শিবগঞ্জে ধারালো অস্ত্রের আঘাতে নারীর মৃত্যু
- ‘ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচি শুরু হলে চালের দাম নিয়ন্ত্রণে আসবে’
- জুলাই-আগস্টে শেখ হাসিনার মামলার সাক্ষ্যগ্রহণ শুরুর আশা প্রসিকিউসনের
- অবৈধদের লুকিয়ে রাখার অভিযোগে মালয়েশিয়ায় ১ হাজার নিয়োগকর্তা আটক
- কুয়েতে হজযাত্রীদের নিবন্ধনে লটারি ব্যবস্থা
- তুরস্কে বিরোধীদের বিরুদ্ধে ধরপাকড় অব্যাহত, তিন মেয়র গ্রেপ্তার
- সন্ত্রাসবাদের ঘটনা তদন্তে মালয়েশিয়াকে সহযোগিতা করবে বাংলাদেশ
- গাজায় নিজেদের ছোড়া গুলিতে নিহত ৩১ ইসরায়েলি সেনা
- সাবেক সিইসি শামসুল হুদার মৃত্যুতে ইসির শোক
- রাজশাহীতে মব সৃষ্টি করে লুটপাটের অভিযোগ
- রাজধানীতে এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
- শুল্ক-কর জমা দিতে অনলাইনে চালু হলো ‘এ-চালান’ সেবা
- যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপের প্রস্তাব ভারতের
- টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, বাদ লিটন-তাসকিন
- ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে হারতে দেব না, ঘোষণা চীনের
রাজশাহীতে ৩ পুলিশ বক্স ভাঙচুর, শ্রমিক লীগ-ছাত্রলীগের কার্যালয়ে আগুন
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
অনলাইন ভার্সন
.jpg)
রাজশাহীতে তিনটি পুলিশ বক্স, রেলওয়ে শ্রমিক লীগের কার্যালয় ও ছাত্রলীগের কার্যালয়ে আগুন এবং ভাঙচুর চালিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভকারীরা। এসময় এক পুলিশ সদস্যকে পিটিয়ে রক্তাক্ত করা হয়। হামলা চালানো হয় গণমাধ্যমের কর্মীদের উপর। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নগরীর তালাইমারী হয়ে কামারুজ্জামান চত্বর পর্যন্ত শোডাউন দিয়ে আজকের মতো কর্মসূচি স্থগিত করা হয়।
পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীদের কোথাও বাঁধা দেওয়া হয়নি। তারা তালাইমারী মোড়ে জমায়েতের পর বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ, ভাঙচুর করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিবে পূর্ব ঘোষণা অনুযায়ী তালাইমারী মোড়ে অবস্থান নিতে শুরু করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে তারা স্লোগান দিতে শুরু করেন। জমায়েত কিছুটা বাড়লে তারা হামলা চালান তালাইমারী পুলিশ বক্সে। মোড়ে থাকা পুলিশ বক্সটি ভাঙচুর করা হয়। এরপর সেখানে থাকা পুলিশ সদস্য সাইফুল ইসলামকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। সাংবাদিক রাজু আহমেদ ও সামাদ খান পুলিশ সদস্যকে রক্ষায় এগিয়ে আসলে তাদেরও মারধর করা হয়।
তালাইমারী মোড় থেকে মিছিল নিয়ে বিক্ষোভকারীরা ভদ্রার দিকে যাওয়ার সময় সড়কের পাশে থাকা ছাত্রলীগের কার্যালয়ে হামলা চালায়। ভাঙচুর করে ওই কার্যালয়ে থাকা আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়। ভদ্রার মোড়েও পুলিশ বক্স ভাঙচুর করা হয়।
ভদ্রার মোড় থেকে কামারুজ্জামান চত্বরের দিকে বিক্ষোভ মিছিল যাওয়ার সময় তারা হামলা চালায় রেলওয়ে শ্রমিক লীগের কার্যালয়ে। সেখানেও আগুন ধরিয়ে দেওয়া হয় আসবাবপত্রে। ভাঙচুর করা হয় সড়কের সৌন্দর্যবর্ধনের রেলিং।
কামারুজ্জামান চত্বরে গিয়ে তারা জাতীয় চারনেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের প্রতিকৃতিতে রঙ দিয়ে বিকৃত করেন। রেললাইনের পাশে থাকা পুলিশ বক্সটি ভাঙচুর করেন। সেখানে হামলা চালানো হয় সাংবাদিক রাজিব হাসান ও মাহফুজুর রহমান রুবেলের উপর। এছাড়া পিটিয়ে আহত করা হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহীর সাবেক সমন্বয়ক অর্ণবকে। তিনি এই আন্দোলনের শুরুর দিকে আওয়ামী লীগের সমাবেশে যোগ দিয়ে নিজেকে প্রত্যাহার করে নেন।
মহানগর পুলিশের মুখপাত্র জামিরুল ইসলাম জানান, আইন-শৃংঙ্খলাবাহিনী শুরু থেকে ধৈর্য্যের পরিচয় দিয়েছে। কোনো রকম সহিংসতা ছাড়াই যাতে বিক্ষোভকারীরা তাদের দাবি জানিয়ে চলে যায়, সেদিকে পুলিশের নজর ছিল। তিনটি পুলিশ বক্স ভাঙচুর, পুলিশ সদস্যকে মারধর, কিছু স্থাপনায় আগুন দেওয়ার ঘটনা ঘটিয়েছে বিক্ষোভকারীরা। তবে এসব ঘটনায় পুলিশ কাউকে আটক করেনি।
বিডি প্রতিদিন/হিমেল
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর